নওগাঁয় ১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

nowgoan-pba
উদ্ধারকৃত ভারতীয় ফেন্সিডিল

পিবিএ,নওগাঁ: নওগাঁর পত্নীতলা সীমান্তে শীতলমাঠ বিওপি’র আদিবাসীপাড়া এলাকা থেকে ১৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা।
রবিবার (১০ ফ্রেরুয়ারি ২০১৯) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধীনস্থ শীতলমাঠ বিওপি’র টহল কমান্ডার সুবেদার মো.রহমত উল্লাহ’র নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৫ হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আদিবাসীপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ১৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে মাদকদ্রব্য বহনকারী পালিয়ে যায়।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক জাহিদ হাসান বলেন, শীতলমাঠ বিওপি’র আদিবাসীপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ১৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

পিবিএ/এস এস/হক

আরও পড়ুন...