পিবিএ,নওগাঁ: নওগাঁ সীমান্তে পৃথক দুটি অভিযানে ১৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা। পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র সূত্রে যানা গেছে , রবিবার (৩০ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাধানগর বিওপি’র টহল কমান্ডার এনায়েত হোসেন এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৫৩/১০-আর হতে বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
অপরদিকে সোমবার (১ জুলাই) সকালে আগ্রাদ্বিগুন বিওপি’র টহল কমান্ডার রহমত উল্লাহ এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৬/২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমড়াইল নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিলের বোতলগুলো ফেলে রেখে মাদকদ্রব্য বহনকারীরা পালিয়ে যায়। উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে টহলদল আটক বা সনাক্ত করতে পারেনি। এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক জাহিদ হাসান পিবিএকে বলেন, সীমান্তে ১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।
পিবিএ/এসজে/বিএইচ