ইউনুস আলী ফাইম,নওগাঁ: নওগাঁ জেলা প্রেস ক্লাবের ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নওগাঁ জেলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ফরিদুল করিম তরফদার কে আহবায়ক ও জেলা প্রেস ক্লাবের নাছিমুল হক বুলবুল ও মামুনুর রশীদ বাবুকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি গঠনের অনুষ্ঠিত তলবী সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সদস্য এ.কে সাজু।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এই কমিটি আহবায়ক কমিটি ২০২২ইং সালের নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনপূর্বক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করবেন এবং আগামী ২০২২ইং সালের নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত প্রেস ক্লাবের উক্ত আহবায়ক কমিটি নওগাঁ জেলা প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সার্বিক কর্মকান্ড পরিচালনা করবেন।