ইউনুস আলী ফাইম,নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।বুধবার (২২ নভেম্বর) সকালে নওগাঁ শহরের মাছ বাজার অস্থায়ী কার্যলয়ে এ কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিতে দৈনিক নয়াদিগন্তের নওগাঁ প্রতিনিধি আব্দুর রশীদ তারেক সভাপতি ও দৈনিক সকালের সময়’র নওগাঁ প্রতিনিধি মাহমুদুনবী বেলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অন্যান্যরা হলেন, আকরাম হোসেন সহ-সভাপতি দৈনিক উত্তর কোণ ও সাইফুল আলম বিপ্লব দৈনিক এই আমার দেশ, ইউনুস আলী ফাইম যুগ্ম-সাধারণ সম্পাদক বার্তা সংস্থা পিবিএ এজেন্সি ও ইউসুফ আলী সুমন দৈনিক যায়যায়দিন, এ্যাড: রাসেদুজ্জামান রনী আইন বিষয়ক সম্পাদক দি ক্যপিটাল নিউজ, নাদিম আহম্মেদ অনিক সাংগঠনিক সম্পাদক দৈনিক খবর বাংলাদেশ/দ্য লন্ডন টাইমস্, সুজিত সরকার সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক উত্তর কোণ, সুবীর কুমার দাস কোষাধক্ষ্য সপ্তাহিক অপরাধ অনুসন্ধ্যান,আবু রেজা প্রচার ও প্রচারণা সম্পাদক দৈনিক প্রজন্মের আলো, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেল মোল্লা সংবাদ প্রতিক্ষন, আবুজার গাফফারী দপ্তর সম্পাদক স্মৃষ্টি নিউজ, সহ দপ্তর সম্পাদক বিশ্বজিৎ কুমার সাহা দৈনিক বাংলাদেশ সমাচার, এবং কার্য নির্বাহী সদস্য আসাদুজ্জমান খান চৌধুরী দৈনিক প্রজন্মের আলো, হাসান আলী দৈনিক স্বাধীনমত, জাকির হোসেন শাকিল সংবাদ প্রতিক্ষন, সোহেল রানা দৈনিক মানবকন্ঠ, অনিক মহন্ত এই নাটোর নির্বাচিত হয়েছেন।