পিবিএ ডেস্ক: অসুস্থতার কারণ দেখিয়ে শাস্তি স্থগিত করার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আবেদনকে বাতিল করে দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। বিচারপতি আমের ফারুক ও বিচারপতি মহসিন আখতার কায়ানির সমন্বয়ে গঠিত ইসলামাবাদ হাইকোর্টের একটি বেঞ্চ শুক্রবার এ রায় দেন। খবর দ্য ডনের।
আদালত সাবেক প্রধানমন্ত্রীকে কোট লাখপত জেলে দেয়া চিকিৎসা সুবিধা সম্পর্কে আস্থা জ্ঞাপন করেন। যেখানে নওয়াজ শরিফ গত ডিসেম্বরে দেয়া এক দুর্নীতি মামলার রায় অনুযায়ী সাত বছরের সাজা কাটছেন। পিটিশনে নওয়াজ শরিফ তার ক্রমান্বয়ে খারাপ হতে থাকা স্বাস্থ্যের কারণে তার শাস্তি স্থগিতকরণ ও জামিনে মুক্তির আবেদন করেন। নওয়াজ শরিফের আইনজীবী খাজা হারিস আহমেদ কোর্টে তার জন্য সিনিয়র ডাক্তারদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করার আবেদন করেন। তিনি আরও বলেন, নওয়াজ শরিফ বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন এবং সেজন্য যে ব্যবস্থা দরকার তা পাকিস্তানে নেই। তার বিদেশে গিয়ে ডাক্তার দেখানো দরকার। খাজা হারিস বলেন, তার হৃদযন্ত্রে সমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও প্রস্রাবের সমস্যা রয়েছে।