নকল ওরস্যালাইন তৈরির মুল হোতা আলমগীর গ্রেফতার

পিবিএ,পাবনা: টাঙ্গাইলের নাগরপুর থেকে এসএমসির বিপুল পরিমান নকল ওরস্যালাইন ও স্যালাইন তৈরির মেশিনসহ একজন নকলকার অবৈধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনার ডিবি পুলিশ।

রোববার (১৬ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর হোসেন (২৫) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বনগ্রামের শামছুল হকের ছেলে।

রোববার বিকালে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, গত জুন মাসে পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাজারে এই নকল ওরস্যালাইন কারখানার সন্ধান লাভ করে পুলিশ। ওই সময় বিপুল পরিমাণ নকল ওরস্যালাইন ও একজনকে গ্রেফতার করা হয়। সেই সূত্র ধরে মুল হোতাকে গ্রেফতারে চেষ্টা চালাতে থাকে পাবনার গোয়েন্দা পুলিশ। এরপর অনেকটা নিশ্চিত হয়ে রোববার ভোরে টাঙ্গাইলের নাগরপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মুল হোতা আলমগীর হোসেনকে গ্রেফতার করে পাবনার ডিবি পুলিশ। উদ্ধার করা হয় এসএমসির বিপুল পরিমান নকল ওরস্যালাইন ও স্যালাইন তৈরির মেশিন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, এসএমসি’র রাজশাহীস্থ সেলস ম্যানেজার হাবিবুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পিবিএ/শাহীন রহমান/এসডি

আরও পড়ুন...