
রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরের সরিষাবাড়িতে নকল স্বর্ণের বারসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে গোয়োন্দা পুলিশ। মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার মেলান্দহ উপজেলার বাইনাবাড়ি শিরিরঘাট সরকার বাড়ি গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে সাদা মিয়া ওরফে শহিদ (৩৫) এবং কাজাইকাটা (খা পাড়া) গ্রামের ইউসুফ আলীর ছেলে আহম্মদ আলী ওরফে নহু (৫০)।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে বুধবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভাটারা বাজারে তোফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. নাজমুস সাকিব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আব্দুল আউয়াল ও এসআই মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বুধবার দুপুর আড়াইটার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২ টি নকল স্বর্ণের বারসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।