এস এম শরিফুল ইসলাম,নড়াইল: নড়াইলে কিশোরী উন্নতি পাঠক হত্যা মামলায় বাবুল বালা (৪৯) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৮জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ শাজাহান আলী এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বাবুল বালা নড়াইল সদর উপজেলার খলিশাখালী গ্রামের রবিন বালার ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত বাবুল বালা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে,২০১০ সালের ৯ ফেরুয়ারী রাতে খলিশাখালি গ্রামে বাডির পাশে পূজা শেষে উন্নতি পাঠক ও তার সাথে থাকা দীপ্তি বালা একই গ্রাামের তুতু রাণীকে তার বাড়িতে এগিয়ে দিয়ে তার বাড়িতে আসার পথে বাবুল বালা ও অজ্ঞাতনামা ২/৩ জন অতর্কিতভাবে পাঠককে জাপটে ধরে। এসময় সঙ্গীয় দীপ্তি বালা বাধা দিলে আসামী দীপ্তিকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে দীপ্তি বালা বাড়িতে গিয়ে উন্নতি পাঠকের মা-বাবা কে জানায়। পরে উন্নতির বাবা সুজয় পাঠক, তার মা অঞ্জলী পাঠক, দ্রুত টর্চ লাইট জ্বালিয়ে ঘটনাস্থলে গিয়ে তাজা রক্ত দেখেন। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন নদীর কুলে রক্ত এবং মানুষের পায়ের দাগ দেখেন। পরের দিন উন্নতি পাঠকের লাশ গোবরার নদীতে ভাসতে দেখেন। এ ঘটনায় ওই ১১ ফ্রেরুয়ারী নড়াইল সদর থানায় উন্নতি পাঠকের দাদা কালিপদ পাঠক মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে এ রায়ের ধার্য দিনে আদালত বাবুল বালা কে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেন।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি কাজী জিয়াউর রহমান পিকুল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।