শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি: ২০০৯ সালে পিলখানায় সংগঠিত সকল হত্যাকান্ডে বিচার, চাকরিচ্যুত বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তির দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১১টার দিকে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য পরিবার বর্গের উদ্যোগে শহরের আদালত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ।
পরে তাঁরা নড়াইল জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এসময় তৌহিদুল ইসলাম, বিল্লাল নূর,নাজমুল হাসান, জিয়াউর রহমান ও তসিবুল আলমসহ প্রায় অর্ধশতাধিক চাকরিচ্যুত বিডিআর ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।