নড়াইলে পিকআপ-ট্রাকের সংঘর্ষে পিকআপচালক নিহত, আহত ২

এস এম শরিফুল ইসলাম,নড়াইল: কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের নড়াইল সদর উপজেলার হাওয়াইখালি ব্রিজ এলাকায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দয়াল দাস (২৮) নামে এক পিকআপচালক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক আশিকুর ও তার সহকারী আরিফ গুরুতর আহত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত দয়াল দাস যশোর জেলার কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের নারান দাসের ছেলে।

আহত ট্রাকচালক আশিকুর নড়াইল সদর উপজেলার দারিয়াপুর গ্রামের ও সহকারী আরিফ মোল্যা একই উপজেলার মুলদাইড় গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার কালনা নড়াইল-বেনাপোল মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় যশোরগামী মুরগী পরিবহনকারী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় পিকআপের চালক দয়াল দাসকে আহত অবস্থায় নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান। অপর দিকে ট্রাকচালক আশিকুর ও তার সহকারী আরিফ গুরুতর আহত হন। পরে ট্রাকচালক ও তার সহকারীকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ট্রাকচালককে ঢাকায় ও চালকের সহকারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

আরও পড়ুন...