নড়াইলে বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস এম শরিফুল ইসলাম,নড়াইল: নড়াইলে মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে শিশু একাডেমি ও জেলা প্রশাসনের সহযোগিতায় শিশু একাডেমি কার্যালয়ে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহিন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান মাহমুদ রাসেল, সহকারী কমিশনার সঞ্জয় ঘোষ, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জীসহ প্রমুখ।

জেলা শিশু একাডেমি সূত্রে জানা যায়, চিত্রাংকন প্রতিযোগিতায় ক-বিভাগ শিশু শ্রেণি থেকে ২য় শ্রেণী পর্যন্ত ১ম স্থান অধিকার করেছে আবরার হাসান, ২য় স্থান অধিকার করেছে তাহমিদ, ৩য় স্থান অধিকার করেছে রুহি বিশ্বাস।

খ-বিভাগ ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১ম স্থান অধিকার করেছে মাহিমা জামান কথা, ২য় স্থান অধিকার করেছে রাফসা জামান, ৩য় স্থান অধিকার করেছে মাশফিয়া রওজা।

গ- বিভাগ ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ১ম স্থান অধিকার করেছে মিথিলা কুন্ডু, ২য় স্থান অধিকার করেছে অদ্রিত দাস, ৩য় স্থান অধিকার করেছে প্রমি দাস। ঘ-বিভাগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে অঙ্কুশ বোস, ২য় স্থান অধিকার করেছে রাজবীর।

আরও পড়ুন...