এস এম শরিফুল ইসলাম,নড়াইল: নড়াইল-গোবরা-ফুলতলা আঞ্চলিক সড়কের নড়াইল সদর উপজেলার কলোড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় খসরু আলম সাগর (৩৪) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (২১জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।
আহত পশু চিকিৎসকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত পশু চিকিৎসক উপজেলার মাছিমদিয়া গ্রামের জাকার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে নড়াইল-গোবরা-ফুলতলা আঞ্চলিক সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে পশু চিকিৎসক খসরু আলম সাগর বাড়ি ফিরছিলেন এসময় তাকে একটি ট্রাকচাপায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যায় ডাক্তারা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম বলেন, এমন ঘটনা আমার জানা নেই, আমাকে কেউ অবহিত করেনি। যদি নিহতের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ দেয় আমরা আইন গত ব্যবস্থা নেব।