নতুনত্বের স্বাদ পেতে যা করলো চার বন্ধুর স্ত্রীদের

পিবিএ ডেস্ক : দাম্পত্য জীবনে নতুনত্বের স্বাদ পেতে স্ত্রী পালটে নেয়ার নোংরা সিদ্ধান্ত নিয়েছিল চার যুবক। এর পরিণতি হল ভয়ঙ্কর। শেষপর্যন্ত কারাগারে স্থান হল তাদের। একজনের স্ত্রী বেঁকে বসাতেই ভেস্তে যায় যাবতীয় পরিকল্পনা। পুলিশে অভিযোগ জানানোর পর গ্রেপ্তার করা হয় ওই চারজনকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চিত্র-বিচিত্রের দেশ ভারতের কেরালার কায়ামকুলাম নাগরীতে।

পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রী অদলবদল করে যৌনতার ঘটনা শুরু হয়েছিল গত বছরের মার্চ মাসে। মহিলা অভিযোগ করেন, তার স্বামীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় কালিকট এলাকার বাসিন্দা আরশাদ নামে এক ব্যক্তির। তারপর থেকেই তাকে ওই ব্যক্তির যৌন সঙ্গী হতে চাপ দিতে থাকেন তার স্বামী। কিন্তু, যৌন সঙ্গমে রাজি হননি তিনি। এরপর তাকে জোর করতে থাকে স্বামী, তাই উপায়ন্তর না পেয়ে এক প্রকার বাধ্য হয়েই পুলিশ দ্বারস্থ হন।

তার অভিযোগ, এর আগেও অনেকের সঙ্গে যৌন সঙ্গমে বাধ্য করা হয়েছিল তাকে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে স্ত্রীকে অন্যের সঙ্গে যৌন সঙ্গমে বাধ্য করার শর্ত হল তার স্ত্রীর সঙ্গে ওই ব্যক্তিকে যৌন সঙ্গম করতে দিতে হবে। এইভাবেই চলেছে দীর্ঘ একবছর।

এই ঘটনায় ওই মহিলার স্বামী-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন- কায়াকুলামের কৃষ্ণপুরুম এলাকা কিরণ, কুলশেখরাপুরম এলাকার সিদ্দি, কেরালাপুরমের উমেশ ও থিরুভাল্লার বিলেসরিন। অভিযুক্ত স্বামী তার স্ত্রীকে ‘বন্ধু’দের বাড়িতে নিয়ে গিয়ে সঙ্গম করতে বাধ্য করত। নির্যতন সহ্য করতে না পেরে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা মহিলা।

পিবিএ/এমএস

আরও পড়ুন...