নতুনদের নিয়ে বিজ্ঞানকে গান বানানোর মিশনে গীতিকার মিলন খান

পিবিএ,ঢাকা: বিজ্ঞানকে নিয়ে যে কেবল বিজ্ঞানীরাই কাজ করবেন সেই দিন মনে হয় শেষ হয়ে এসেছে। এবার বেরসিক বিজ্ঞানকে রসে রসে ভরপুর করে তুলতে সকল আয়োজন সম্পূন্ন করা হয়েছে। বিজ্ঞানকে সুরের মধ্যে বিক্রিয়া করে মানুষের অন্তরে অন্যরকম শিহরণ তৈরির কাজে নেমেছেন নন্দিত গানের কবি শক্তিমান গীতিকার মিলন খান।

পানির বিজ্ঞানিক সংকেত H2O । ২ অনু হাইড্রোজেনের সাথে এক অনু অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হয় পানি। সেই পানি, গাছ , মাছ , পশু পালন, থেকে শুরু করে প্রকৃতির বিভিন্ন উপদানগুলো বিজ্ঞানিকভাবে চাষাবাদ এবং প্রতিপালনের ডকুমেন্টারি গানে গানে শিল্পীদের কণ্ঠে তুলে দেয়ার কাজ শুরু করেছেন দর্শক মাঝে সাড়া জাগানো গানের গীতিকার মিলন খান। তবে তিনি এবার গানগুলো তুলে দিচ্ছেন নতুন শিল্পীদের কণ্ঠে। এই বিষয়গুলো নিয়ে আজ শনিবার( ১০ আগস্ট) পিবিএ (প্রেস বাংলা এজেন্সি) এর উত্তারাস্থ কার্যালয়ে একান্ত স্বাক্ষাতকারে কথা বলেন ৮০ ও ৯০ দশকের শ্রোতাদের হৃদপিণ্ডের সাথে মিশে থাকা গানগুলোর গীতিকার মিলন খান। এই সাক্ষাৎকারে উঠে আসে তার অতীতের সুমধুর স্মৃতি, বর্তমানের কর্মব্যস্ততা এবং আগামী দিনের পরিকল্পনার কথা।

শক্তিমান এই কবি ও গীতিকার মিলন খানের জন্ম ও বেড়ে উঠা চাঁদপুরে। পড়াশোনা করেছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ১৯৮৭ সাল থেকে এখন পর্যন্ত প্রায় সহস্রাধিক গান লিখেছেন তিনি। তার গানগুলোর মধ্যে ৮০ দশকের শেষে এবং ৯০ দশকের শুরুতে চারদিকে গ্রাম,গঞ্জ,শহরে বাঁজতে থাকে রকস্টার আইয়ুব বাচ্চুর ময়না, খ্যাতিমান গায়ক তপন চৌধুরীর পাথর কালো রাত, ডাইরির পাতা, মেলোডি কিং শুভ্রদেব এর বুকের জমিন, সাদা কাগজ, স্বনামধন্যা ডলি সায়ন্তনীর বিরহী প্রহর নিতাইগঞ্জে জমছে মেলা, প্রখ্যাত গায়ক রবি চৌধুরীরর সাদা কাফনে, কিংবদন্তী সৈয়দ আব্দুল হাদির ভুল গাঙে, মেঘের পালকি, যুবরাজ আসিফ আকবর এর এই মেয়ে, আমার স্বপ্নের নায়িকা তুমি, রোমান্টিক গায়ক এস ডি রুবেল এর আকাশের মন ভালো নেই, ফুলে ফুলে সাজিয়ে দিও, প্লেব্যাক সম্রাট এন্ড্রো কিশোর এর ভুলে যাও বন্ধু আকাশের গানসহ এমন অনেক মন পাগল করা গানের গীতিকার মিলন খান।

তিনি জানান, বর্তমানে দেশের কৃষিখাতকে আধুনিক ও বিজ্ঞানসম্মতভাবে চাষাবাদ ব্যবস্থা কৃষকদের মাঝে সহজ করার লক্ষ্যে কাজ করছেন । বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ, পশুপালন, মৎসপালন প্রক্রিয়াগুলোকে গানের মাধ্যমে সহজ করে কৃষকদের মাঝে পৌছে দিতেই তিনি উদ্যোগ গ্রহণ করেছেন । ইতিমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের উদ্যোগে ‘মাছ চাষে গড়বো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শিরোনামে জাতীয় মৎস্য সাপ্তাহ ২০১৯ এর থিমসং কোরবানীর পশুকে নিয়ে ‘কোরবানি ঈদ’ গান লিখেছেন । তাছাড়া দুগ্ধ শিল্প, ব্রুডফিস , কৃত্রিম প্রজনন বিষয়ের উপরে গানে গানে ডকুমেন্টারী নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি। তবে এই গানগুলো নিয়ে কাজ করছেন নতুন নতুন কণ্ঠ শিল্পদের নিয়ে । নতুন শিল্পীদের বিষয়ে মিলন খান বলেন, ইতিমধ্যে নতুন শিল্পীদের এগিয়ে নেয়ার কাজ করছেন। একঝাঁক তরুণ শিল্পী কাজ করছেন তার সাথে। ইতিমধ্যে তাদের গাওয়া গান ‘ ও মানুষ তুই মানুষ হবি কবে’ জয় বাংলা বলরে মন জয় বাংলা বলো’ ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে নতুন কণ্ঠ শিল্পী সুচিত্রা সুচি, মোমিন বিশ্বাস, এম.এ.মমিন, রাইসা খানসহ একাধিক শিল্পীকে নিয়ে কাজ করছেন তিনি।

https://www.facebook.com/pbaagencybd/videos/1115395948646446/

পিবিএ/বাখ

আরও পড়ুন...