নতুন অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ

পিবিএ: নতুন অভিবাসী ভিসা আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র- এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ ভিসার নাম হবে ‘বিল্ড আমেরিকা’।

যোগ্যতা অনুসারে পয়েন্টের ভিত্তিতে অভিবাসী ভিসা দেওয়ার দিকে এগোচ্ছে ওয়াশিংটন।

অতিদক্ষ শ্রমিকদের খোঁজে নতুন এ ভিসা কাজে লাগানো হবে বলে জানা গেছে। দক্ষ শ্রমিকদের ১২ শতাংশ থেকে ৫৭ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ট্রাম্প সরকারের।

প্রতি বছর যুক্তরাষ্ট্র ১০ লাখেরও বেশি বিদেশি নাগরিকদের গ্রিন কার্ড ভিসা দিয়ে থাকে। এর মাধ্যমে দেশটিতে আজীবন কাজ করা ও বসবাসের সুযোগ পান তারা। পাঁচ বছরের মধ্যে পান মার্কিন নাগরিকত্বও।

বর্তমানে অধিকাংশ কার্ডই দেওয়া হয় পরিবার সূত্রে আসা লোকদের, দক্ষ পেশাজীবী ও শ্রমিকদের।

নতুন ভিসা প্রক্রিয়ার প্রস্তাব এনে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে চাই। আমরা চাই তারা এ দেশে আসুক।”

তিনি বলেন, সবার জন্য আমরা দরজা উন্মুক্ত রেখেছি। কারণ আমরা যুক্তরাষ্ট্রকে গড়তে চাই। তবে নতুন ভিসা পেতে মেধাবী এবং কর্মদক্ষ লোকেরা অধিক গুরুত্ব পাবে।

ভিসা পাওয়ার যোগ্যতা প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, তরুণ কর্মীরা বেশি পয়েন্ট পাবে। তারা সমাজে অধিক অবদান রাখতে পারবে। অতিরিক্ত দক্ষতা থাকলে অতিরিক্ত পয়েন্ট যোগ হবে। উন্নত চাকরি, শিক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাকে গুরুত্ব দেওয়া হবে।

বিদ্যমান ভিসা প্রক্রিয়ায় নতুন কোনো কোম্পানি শুরু করতে অভিবাসীরা বাধার সম্মুখীন হতো। অনেক সময় তাদের নিজ দেশে ফেরত পাঠাত যুক্তরাষ্ট্র। তবে নতুন ভিসায় এমনটা থাকছে না বলে ট্রাম্প জানান। যুক্তরাষ্ট্রে চাইলেই নতুন কোনো কোম্পানি গড়ে তোলার সুযোগ পাবে বিদেশি নাগরিকরা।

পিবিএ/জেআই

আরও পড়ুন...