পিবিএ ডেস্ক: এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে আসছেন শাকিব খান ও শবনম ইয়াসমীন বুবলী। ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রের ব্যস্ততা ও সফলতার পর তারা মনোযোগি হয়েছেন নতুন কাজে। জাকির হোসেন রাজু এই জুটিকে নতুন রূপ দিতে যাচ্ছেন তার নির্মাণাধীন ‘মনের মতো মানুষ পাইলাম না’ চলচ্চিত্রের মাধ্যমে।
ঈদের আমেজ কাটতে না কাটতেই নতুন চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন শাকিব-বুবলী। শুরু করছেন ‘মনের মতো মানুষ পাইলাম না’ চলচ্চিত্রের শুটিং। তবে আগামীকাল সোমবার (১৭ জুন) চলচ্চিত্রটির শুভ মহরত। জানা যায়, ২০১৩ সালে শাকিবকে নিয়ে ‘মনের মতো মানুষ পাইলাম না’ চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন জাকির হোসেন রাজু। তখন এটির মহরতও অনুষ্ঠিত হয়। তবে বিভিন্ন কারণে থমকে যায় কাজ। এর মাঝে কেটে যায় অর্ধযুগ।
এবার গল্পে আনা হয়েছে নতুনত্ব এবং নির্মাণে আনা হয়েছে আধুনিকায়ন। শাকিবের সাথে নেয়া হয়েছে বুবলীকে। গতকাল শনিবার (১৫ জুন) চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে। বর্তমানে বিএফডিসিতে চলছে দৃশ্যধারণের কাজ। তবে আগামীকাল সোমবার আবার মহরতের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন প্রযোজক এনামুল হক আরমান।
মহরত অনুষ্ঠিত হবে ঢাকার একটি অভিজাত ক্লাবের মিলনায়তনে। সেখানে প্রধান অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ছাড়াও নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, তথ্যসচিব আব্দুল মালেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ এবং ঢাকা দক্ষিণের আওয়ামী যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট উপস্থিত থাকার কথা রয়েছে।
চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করছেন আবদুল্লাহ জহির বাবু। ইতিমধ্যে চলচ্চিত্রটির দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গাজী মাজহারুল আনোয়ার ও জাকির হোসেন রাজুর কথায় গান দুটির সুর ও সংগীত করেছেন শফিক তুহিন। কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ানখ্যাত সংগীতশিল্পী রাশেদ।
পিবিএ/বিএইচ