নতুন ইনিংসে জুটি বাঁধলেন সাব্বির

পিবিএ ডেস্ক:এই মুহুর্তে সব চাইতে আলোচিত বা সমালচিত ক্রিকেটারের নাম সাব্বির। সাব্বিরকে ২২ গজের ইনিংসে নামানোর জন্য বেশ জল ঘোলা হয়েছে। শাস্তি কাটিয়ে দলে ফিরেছেন। রানও পেয়েছেন।

সাব্বির এবার নতুন ইনিংস শুরু করেছেন। নিউজিল্যান্ড থেকে ফিরেই বিয়ের পিড়িতে বসেছেন বাংলাদেশের এই মারকুটে ব্যাটসম্যান। খুব বড় আয়োজন নয়। ঘরো পরিবেশে অনেকটা হুট করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

সাব্বিরের স্ত্রীর নাম অর্পা। তিনি উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন বলে জানা গেছে। সাব্বির রহমানের বিরুদ্ধে শৃংখলা ভঙ্গ সহ নারী কেলেঙ্কারীর বেশ কিছু অভিযোগ রয়েছে। ভক্তদের আশা নতুন ইনিংসের মাধ্যমে আবার নতুন করে শুরু করবেন তিন। মাঠের ইনিংসেও তিনি ভালো খেলবেন।

পিবিএ/আইএইচ

আরও পড়ুন...