নতুন এয়ারক্রাফট দিয়ে ঢাকা-যশোর রুটে ইউএস-বাংলার ৫টি ফ্লাইট প্রতিদিন

ইউএস বাংলা
ইউএস-বাংলা এয়ারলাইন্স । ফাইল ফটো

পিবিএ, ঢাকা : বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রীসাধারনের চাহিদাকে প্রাধান্য দিয়ে এখন থেকে প্রতিদিন ঢাকা থেকে যশোর রুটে পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে।

প্রতিদিন সকাল ৭টা৪০মিনিট, ৯টা৪৫মিনিট, দুপুর ২টা, বিকাল ৫ টা ৩০মিনিট এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যশোরে এবং যশোর বিমান বন্দর থেকে ঢাকায় প্রতিদিন সকাল ৮টা ৫০মিনিট, ১০টা ৫৫মিনিট, দুপুর ৩টা ১০মিনিট, সন্ধ্যা ৬টা ৪০মিনিট এবং ৭টা ৫৫মিনিটে ফ্লাইট চলাচল করছে।

নতুন সংযোজিত হওয়া এটিআর ৭২-৬০০ এবং ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-যশোর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ নূন্যতম ২৬৯৯ টাকা ঢাকা-যশোর রুটে ওয়ানওয়ের জন্য ভাড়া নির্ধারন করা হয়েছে।

বর্তমানে ইউএস-বাংলার বিমানবহরে মোট এগারোটি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, চারটি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।

যশোর ছাড়াও বর্তমানে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, সৈয়দপুর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এছাড়া ইউএস-বাংলা আন্তর্জাতিক রুট ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, মাস্কাট, দোহা এবং চট্টগ্রাম থেকে কলকাতা, চেন্নাই, দোহা ও মাস্কাট রুটে ফ্লাইট চলাচল করছে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...