নতুন ওষুধ ‘ম্যালাথিওন’ মশা নিধনে আসছে

ফাইল ছবি

পিবিএ, ঢাকা: মশক নিধনে নতুন ওষুধ ‘ম্যালাথিওন’ দেশের বাইরে থেকে আনবে বলে হাইকোর্টকে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ।

মশা মারার ওষুধ আনতে গড়িমসি করার অভিযোগে বৃহস্পতিবার (০১ আগস্ট)তাকে হাইকোর্টে তলব করা হলে তিনি হাজির হয়ে এ তথ্য জানান। স্থানীয় সরকার বিভাগের সচিবের সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাও হাজির হয়েছিলেন আদালতে।

মশা মারার ওষুধ আনতে ও মশক নিধনে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও দুই সিটি করপোরেশন সমন্বয় করে কাজ করবে বলেও আদালতকে জানিয়েছেন সচিব।

ডেঙ্গুকে জরুরি সমস্যা ধরে জি টু জি চুক্তি করে দ্রুত ওষুধ আমদানি করতে হাইকোর্টও পরামর্শ দিয়েছে। বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ পরামর্শ দেন ।

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পর গণমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ১৪ জুলাই হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুলসহ অন্তর্বর্তী আদেশ দিয়েছিলেন।

মশক নিধনের বিষয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তাকেও তলব করা হয়েছিলো।

 

পিবিএ/জেডআই

আরও পড়ুন...