পিবিএ ডেস্ক : জাতীয় টেলিভিশনে নিজেদের সম্পর্কের কথা জানিয়েছিলেন গায়িকা নেহা কক্কর ও অভিনেতা হিমাংশ কোহলি। তবে সেই সম্পর্ক কিছুদিন আগেই ভেঙে গিয়েছে। নেহা নিজেই নিজের অবসাদের কারণ জানাতে গিয়ে বলেছিলেন তাদের ব্রেক-আপের কথা।
ইনস্টাগ্রামে দু’জনের একে অপরকে আনফলো করা দিয়ে ব্রেক-আপে শিলমোহর এঁকেছিলেন। এমনকী নেহা নিজের সোশ্যাল অ্যাকাউন্টগুলি থেকেও দু’জনের বহু ছবি ডিলিট করে দিয়েছিলেন।
সেই ব্রেক-আপের কষ্ট কাটিয়ে এবার ‘তেরা ঘাটা’ গানটির নিজের ভার্সান তৈরি করেছেন নেহা। আর গান মুক্তি পেয়েই ভাইরাল হয়েছে। আসল গানটি লেখা, কম্পোজ ও গেয়েছিলেন গজেন্দ্র ভার্মা। নেহা ইউটিউবে এই গান শেয়ার করার পরই অবশ্য ফ্যানেদের বক্তব্য, এটি হিমাংশকে উদ্দেশ্য করেই গেয়েছেন নেহা।
পিবিএ/ জিজি