নতুন প্রেমের পথিক তবুও প্রাক্তন প্রেম ফিরে আসলে কী করবেন…

পিবিএ ডেস্কঃ প্রেমজীবন খানিকটা গোলক ধাঁধার মতো। এমন কিছু ঘটনা ঘটে যা কিছুসময়ের জন্য হলেও আপনাকে ভাবনায় ফেলে দেয়। ধরা যাক, কিছুদিন আগেই ব্রেক আপ হয়েছে আপনার। অনেক দিন বাদেই আবার নতুন করে শুরু করেছেন সবকিছু। নতুন সঙ্গীকে আপনার বেশ ভালো লাগে। মনের মিল রয়েছে। দুজনের সম্মতিতে কথাবার্তা বলে তবেই এগিয়েছেন। আগের সম্পর্কে প্রেম ছিল কিন্তু প্রায়শই নানা কারণে খিটমিট লেগেই থাকতে। এছাড়াও কোথাও বোধহয় সম্মানটা ছিল না। ফলে আপনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। কিছুদিন হল আপনার হঠাৎ করেই এক্সের কথা খুব মনে পড়ছে। মিস করছেন মুহূর্তগুলো। বারবার মনে হচ্ছে ঠিক সিদ্ধান্ত নিলাম তো। অজান্তেই তুলনা করছেন। ভাবছেন ওর সঙ্গে থাকলে আমার জীবনটা অকটু অন্যরকম হত। দেখে নিন এরকম অবস্থায় পড়লে নিজের মনের সঙ্গে কীভাবে যুঝবেন।

মন থেকে ডেটিং করছেন তোঃ কাউকে দেখাতে হবে বলে জোর করে প্রেম নয়। ডেটিং এ গেলে তার মজা নিন. মন থেকে করুন। আরতাই বলে ডাউন মেমোরি লেনে হাঁটা উচিত নয়। ভবিষ্যতে কী হবে এসব সবসময় না ভাবাই ভালো।

নিজের মনকে বুঝুনঃ আপনি ছাড়া কেউই আপনারমনকে বিশেষ বুঝতে পারবে না। সুতরাং আবেগ বোঝার চেষ্টা করুন। কেন আপনি এখনও এক্সের প্রতি এত আবেগপ্রবণ? সেরকম হলে সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি ঘাঁটা বন্ধ করুন।

বর্তমান সঙ্গীর সঙ্গে আলোচনা করুনঃ কেউ কারোর অতীত সম্বন্ধে কিছু না লুকোনোই ভালো। এতে সম্পর্ক মজবুত হয়। বর্তমানের সঙ্গীকে জানান আপনার প্রাক্তনের সঙ্গে কেমন সম্পর্ক ছিল। যদি এখনও যোগাযোগ থেকে থাকে তাও জানান।

মন ফিরে যেতে চাইছেঃ যদি মনে হয় সম্পর্ক থেকে বেরিয়ে এসে ভুল হয়েছে তাহলে আবার ভাবুন। কারণ জোর করে কোনও সম্পর্ক টেকানো যায় না। ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর কথা অনেকেই বলেন। সেক্ষেত্রে জোড়া লাগাতে না চাইলে এক্সকে সোশ্যাল মিডিয়া থেকে বল্ক করে দিন। একান্ত না পারলে আবার যোগাযোগ শুরু করুন।

খেদ না রাখাই ভালোঃ অনেক সময় আপনি আপনার এক্সকে মিস করেন না, কিন্তু নিজের কিছু ভুলের জন্য নিজেই দুঃখ পান। নিজের ভাগ্যকে দোষ দেন, মনে করেন যাঁর সঙ্গে প্রেম করছেন সে বোধহয় আপনাকে সুখী রাখতে পারবে না। তবে মনে রাখবেন জীবনে এগিয়ে যাওয়াটা খুব জরুরি। ভুল মানুষ মাত্রেই হয়। কাজ্ই নিজের অতীত তুলে প্রশ্ন করা বন্ধ করুন। অতীতকে ভুলতে চেষ্টা করুন।

পিবিএ/এমআর

আরও পড়ুন...