পিবিএ ডেস্ক: কালের গর্ভে হারিয়ে যাচ্ছে আরও একটি বছর। বিদায়ের ঘণ্টা বাজিয়ে ছুটছে ২০১৮ সাল। দরজায় কড়া নাড়ছে ২০১৯। আর কদিন পরই পুরোনোকে বিদায় আর নতুনকে স্বাগত জানাবে বিশ্ববাসী। সব জরা, ক্লান্তিকে মুছে নতুন বছরকে বরণ করে নেবেন সবাই।
অন্য আট-দশজনের মতো তারকা শিল্পীরাও নতুন বছরে মেতে উঠবেন নতুন আঙ্গিকে। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী জানালেন তার নতুন বছরের পরিকল্পনার কথা।
তিনি বলেন, ‘বছরটি খুব ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। এ বছর অসংখ্য নাটকের কাজ করেছি। ব্যস্ত থাকার কারণে পরিবারকে ঠিকমত সময় দিতে পারিনি। আগামী বছর কাজের পরিমাণ কম হবে, ফ্যামিলিকে সময় দিতে চাই। পরিবারের সবাইকে নিয়ে দেশ-বিদেশ ঘুরতে চাই।’ বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে মেহজাবিন বলেন, ‘আগামী বছর বিয়ের কোনো পরিকল্পনা নেই।
সবশেষে এই জনপ্রিয় অভিনেত্রী বলেন, ‘প্রত্যাশা থাকবে নতুন বছর আমাদের ইন্ড্রাস্টি আরও ভালো করবে। কাজের মান, বাজেট সব কিছু আরও ভালো হবে। এছাড়াও নতুন বছর সবাই যেন সুখে, শান্তিতে থাকতে পারি এই দোয়াই করি। এদিকে, মেহজাবিন চৌধুরী বর্তমানে ব্যস্ত সময় পার করছেন একাধিক খণ্ড নাটকের কাজ নিয়ে।
পিবিএ/বিএইচ