পিবিএ ডেস্ক: মোবাইল ব্যাংকি ‘বিকাশ’ তার গ্রাহকদের জন্য বিনা মূল্যে ১০০ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ দিচ্ছে। ব্রাক ব্যাংকের এ প্রতিষ্ঠানটি তাদের অ্যাপে বেশ কিছু পরিবর্তন এনেছে। বিকাশের নতুন অ্যাপ ডাউনলোড করে অ্যাপ থেকে নিজের একাউন্ট খুলে বিকাশে লগ-ইন করলে নতুন গ্রাহক তাৎক্ষণিক ভাবেই প্রথমবার ১০০ টাকা বোনাস পেয়ে যাবেন তার একাউন্টে।
তবে শুধু নতুন গ্রাহকদের জন্য নয়, পুরাতন গ্রাহকদের জন্য কিছু অফার দিয়েছে বিকাশ। যাদের বিকাশ একাউন্ট আছে তারা নতুন অ্যাপ ডাউনলোড করে লগইন করলেই তাৎক্ষনিক ৫০ টাকা বোনাস পাবেন। এছাড়াও নতুন গ্রাহক অথবা প্রথমবার অ্যাপ ব্যবহারকারী নিজের অ্যাপ থেকে নিজের মোবাইলে প্রথমবার ২৫ টাকা রিচার্জ করলে পাবেন ৫০ টাকা তাৎক্ষণিক বোনাস।
এখানে ক্লিক করে বিকাশ একাউন্ট খুলুন।
পিবিএ/বিএইচ