নতুন রূপে আসছে পূর্ণিমা


পিবিএ: জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘদিন ধরে দেখা নেই রুপালি পর্দায়। মাঝে হাতে কোনো ছবি না থাকায় বাধ্য হয়েই উপস্থাপনা ও স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে তাকে। অনেকেই ধারণা করেছিলেন পূর্ণিমা আর ছন্দে ফিরতে পারবেন না। কিন্তু সমালোচকদের এমন আশঙ্কা ভুল প্রমাণ করতে আবারও নতুন উদ্যমে যাত্রা শুরু করেছেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ে প্রত্যাবর্তনের পাশাপাশি নাটক, বিজ্ঞাপন এমনকি উপস্থাপনা- সব মাধ্যমেই সরব হচ্ছেন এই নায়িকা।

দীর্ঘদিন পর পূর্ণিমা চলচ্চিত্রে ফিরছেন একাধিক ছবি নিয়ে। নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামের দুটি ছবিতে অভিনয় করছেন তিনি। এ বিষয় গণমাধ্যমকে পূর্ণিমা বলেন, ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ ছবির পরিচালক একজনই। তাই শুটিংয়ের শিডিউল নিয়ে কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না। দুটোই একসঙ্গে চালিয়ে নেয়া যাচ্ছে। আর দুটি ছবির গল্প ও ধরন সম্পূর্ণ আলাদা হওয়ায় আমি চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। দীর্ঘদিন পর শুটিং সেটের গরম গরম আমেজ পাচ্ছি। পুরো বিষয়টি বেশ উপভোগ করছি।’

‘জ্যাম’ ছবিটির কিছু অংশ গত বছর দৃশ্যায়ন করা হয়েছে। বাদ-বাকি কাজ এ মাসের ১৫ তারিখ থেকে শুরু হবে। শুরু হয়ে চলবে টানা ১০-১২ দিন। ছবিটিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। জানা গেছে, ছবিটির দৃশ্যায়নের পরেই শুরু হবে গাঙচিল ছবির শেষ কাজ। এ ছবিতে পূর্ণিমার বিপরীতে কাজ করছেন ফেরদৌস।

এদিকে এবারের কোরবানি ঈদে ‘সাবলেট’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন পূর্ণিমা। অপূর্ণ রুবেলের গল্পে ও মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এ নাটকটি দর্শকের মনে দাগ কেটেছে। দুর্দান্ত অভিনয়ের সুবাদে পূর্ণিমা প্রশংসিত হয়েছেন। এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব।

পূর্ণিমার কাছ থেকে জানা গেল, অভিনয়ের পাশাপাশি পরিচালনায় নামবেন তিনি। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে চাচ্ছেন না তিনি। আগামী বছর চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানের জন্য আবেদনও করবেন তিনি। পূর্ণিমা বলেন, ‘যদি সরকারি অনুদান পেয়ে যাই, তবে একদম নতুনভাবে ভিন্ন কিছু নিয়েই হাজির হব।’

বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের হার্টথ্রব এ নায়িকা বিভিন্ন স্টেজ শো, কর্পোরেট অনুষ্ঠানে উপস্থাপনা ও টেলিভিশন অনুষ্ঠানসহ বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সব মিলিয়ে বলা চলে, নতুন উদ্যমে ফিরছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

পিবিএ/এমআই

আরও পড়ুন...