নতুন সংসদ সদস্যদের শপথ ৩ জানুয়ারি

পিবিএ,ঢাকা: সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা আগামী ৩ জানুয়ারি (বৃহস্পতিবার) শপথ নেবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

 

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, আগামীকাল বুধবার গেজেট প্রকাশ করা হবে। আর বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেবেন।

সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তিনি নিজেও নির্বাচনে জয়লাভ করেছেন। ফলে নিজের শপথ নিজেই নিবেন।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...