নতুন সড়ক আইনের সচেতনতায় উত্তরায় এএসপি আশিকুর রহমানের প্রচারণা

পিবিএ,ঢাকা: নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ এর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সোমবার এয়ারপোর্ট, উত্তরার বিভিন্নস্থানে প্রচারণা চালিয়েছেন ডিএমপি’র উত্তরা বিভাগের এয়ারপোর্ট ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার এস এম আশিকুর রহমান। সচেতনতা বৃদ্ধি করার জন্য চালক, পথচারি, পরিবহন শ্রমিক ও নেতাদের মাঝে লিফলেট বিতরণ, আইনের বিভিন্ন দিক নিয়ে চালক ও পথচারীদের মধ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। তাছাড়া পরিবহণ শ্রমিক, নেতা ও সংশ্লিষ্টদের নিয়েও সচেতনতা মূলক বৈঠক ও করেন এএসপি আশিকুর রহমান।

১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন সড়ক আইন। কিন্তু পুরো প্রস্তুতি না থাকায় প্রথম দিন থেকে তা বাস্তবায়ন করতে পারেনি ট্রাফিক বিভাগ। সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশ অনুযায়ী প্রথম সপ্তাহে নতুন আইনে মামলা হবে না। প্রথম সপ্তাহে গণসচেতনা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে প্রশাসন। সচেতনতার অংশ হিসেবে আজ সোমবার উত্তরা, এয়ারপোর্টসহ বিভিন্নস্থানে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করেছেন ডিএমপি’র উত্তরা বিভাগের এয়ারপোর্ট ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার এস এম আশিকুর রহমান।

সরেজমিনে দেখা যায়, সকাল ১১ টায় রাস্তায় দাঁড়িয়ে বাসের চাকদের সাথে কথা বলছেন তিনি। সেই সাথে চালকদের সড়কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন। বিভিন্ন বাসে উঠে যাত্রীদের সচেতন হতে বিভিন্ন দিক নির্দেশনা দিতে দেখা যায় আশিকুর রহমানকে। মটরবাইক চালক, সিএনজি চালকদের থামিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও সচেতন থাকতে বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায়। এসময় মোটর সাইকেল আরোহীদের হেলমেট ছাড়া গাড়ি চালানোর ব্যাপারে সতর্ক করেন তিনি।

তাছাড়া পরিবহন মালিক, শ্রমিক ও নেতাদের নিয়েও সচেতনতামূলক বৈঠক করেন তিনি। সে সময় তাদের সচেতনতামূলক লিফলেট বিতরণ ও বক্তব্য রাখেন। তিনি বলেন, সরকারের নির্দেশনা মেনে নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে পরিবহন চালক, মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে। সবাই যেন এ আইন মেনে চলে সেজন্য লিফলেট বিতরণ করা হচ্ছে। আইন মানলে যানবাহন খাতে যেমন সুশৃঙ্খলা ফিরে আসবে তেমনি দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে যোগ করেন তিনি। এছাড়াও গতি নিয়ন্ত্রণে রেখে সতর্ক থাকা, ঝুঁকিপূর্ণ ওভারটেক না করাসহ ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান তিনি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...