নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করা সরকারের বড় চ্যালেঞ্জ : জিএম কাদের


পিবিএ,রংপুর: জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সরকারকে প্রমাণ করতে হবে তারা কারও কাছে জিম্মি নয়। সরকারের ব্যর্থতার চিত্র দিনদিন জনগণের কাছে স্পষ্ট হচ্ছে। পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ।

বুধবার সন্ধ্যায় দলীয় কর্মসূচিতে রংপুর এসে রংপুর মহানগরীর দর্শনা মোড়স্থ পল্লীনিবাসে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, সড়ক পরিবহন আইন যেটি পাশ হয়েছে সেটা মন্ত্রী পরিষদে পাশ হয়েছে সেটা সংসদে পাশে হয়েছে। কিছু মানুষ এটি ব্যক্তির সার্থের রক্ষার জন্য সারা দেশ সার্থের বিরুদ্ধে কাজ করছে। দুর্ঘটনা হলে কি হবে এটা নিয়ে তারা বেশি চিন্তিত, দুর্ঘটনা হবে কেনো সেটি আমাদের কথা। সড়ক আইন মেনে চলি তাহলে একসিডেন্ট মিনিমান পর্যায়ে চলে যাবে। আমাদের দেশে এই ধরনের সড়ক দূর্ঘটনা এমন একটা পর্যায়ে গেছে, ফিগার টা মনে নাই। একসিডেন্ট এটি প্রতিদিনেই বাড়ছে।

আমি মনে করি যে, এই আইন যথাযথ হয়েছে এবং সরকার এসব ব্যাপারে পিছুপা হওয়া উচিত নয় জনগণের স্বার্থে যেখানে সকলই চাচ্ছে এটা সেখানে জনগণকে জিম্মি করবে, সরকার তাদের কাছে স্যালেন্ডার করবে তাহলে জনগণের স্বার্থ কে রক্ষা করবে। আমি মনে করি সরকার কে কঠোরভাবে হ্যান্ডেল করতে হবে। এর ভিতরে অনেক বড় চক্র জড়িত আছে তারা বিভিন্ন ভাবে এই ধরনের পরিস্থিতি কে ব্যবহার করে সুবিধা নিচ্ছে।

জাপা চেয়ারম্যান আরো বলেন, সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহণ শ্রমিকরা ধর্মঘট শুরু করেছে। মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

পিঁয়াজ সংকট নিয়ে বলেন,আমি মন্ত্রী থাকা কালী কোন কিছুর অভাব ছিলনা। বিভিন্ন দেশ থেকে পিঁয়াজ আসত। লবণ নিয়ে একটি মহল গুজব ছড়িয়ে দেশকে বেকায়দায় ফেলাতে চায়। লবণ দেশে প্রচুর মজুদ রয়েছেন। শুধু পেঁয়াজ নয় নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম বেড়ে চলেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বলেই এই পরিস্থিতি।

পরে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পল্লীনিবাসে শায়িত সাবেক রাষ্ট্রপতি ও জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর সিটির মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাপার ভাইস চেয়ারম্যান একেএম আব্দুর রউফ মানিক, জেলা জাপার যুগ্ম সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, সাফিউল ইসলাম সাফি, মহানগর যুব সংহতির আহবায়ক শাহির হোসেন জাকিরসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পিবিএ/মেজবাহুল হিমেল/এমএসএম

আরও পড়ুন...