নতুর এয়ারক্রাফটে সিলেট রুটে ইউএস-বাংলার তিনটি ফ্লাইট

ইউএস-বাংলা
৭২ আসনের ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ ও ৭৬ আসনের ড্যাশ ৮-কিউ৪০০ সিরিজের এয়ারক্রাফট

পিবিএ,ঢাকা: ইউএস-বাংলা এয়ারলাইন্স এখন থেকে প্রতিদিন ঢাকা-সিলেট-ঢাকা রুটে ইউএস-বাংলার তিনটি ফ্লাইট পরিচালনা করবে। আগামী ৩১ মার্চ ২০১৯ থেকে ঢাকা- সিলেট-ঢাকা রুটে প্রতিদিন সকাল-দুপুর-সন্ধ্যা বেলায় মোট তিনটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

সিলেটবাসীর প্রত্যাশা অনুযায়ী গত বছর ১২ সেপ্টেম্বর থেকে দুপুরের ফ্লাইট এর সাথে একটি সান্ধ্যকালীন ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা। আগামী ৩১ মার্চ থেকে দুপুর ও সন্ধ্যার ফ্লাইট এর অতিরিক্ত সকালবেলা একটি ফ্লাইট পরিচালিত হবে।

ঢাকা- সিলেট রুটে প্রতিদিন সকাল ৭:০০টা, দুপুর ১২:৩৫ মিনিট ও সন্ধ্যা ৭:৩০ মিনিটে ঢাকা থেকে দু’টি পাতা একটি কুঁড়ির শহর সিলেট এর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সিলেট থেকে সকাল ৮:১০ মিনিট, দুপুর ১:৪৫ মিনিট ও রাত ৮:৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সে সদ্য যুক্ত হওয়া ৭২ আসনের ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ ও ৭৬ আসনের ড্যাশ ৮- কিউ৪০০ সিরিজের এয়ারক্রাফট দিয়ে ঢাকা-সিলেট রুটে ফ্লাইট পরিচালিত হবে। বর্তমানে ঢাকা-সিলেট রুট ছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে সকল রুটে ইউএস- বাংলা ফ্লাইট পরিচালনা করে থাকে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...