পিবিএ,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে বাঙ্গালী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাইফা খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাইফা খাতুন উপজেলার নিমগাছী ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের খোকন ফকিরের মেয়ে।
ধুনট থানার এসআই জিল্লুর রহমান জানান, গত দুইদিন আগে রাইফা খাতুন তার মায়ের সাথে ধুনট উপজেলার হেউট নগর গ্রামের নানা শামছুল হকের বাড়িতে বেড়াতে আসে। রবিবার সকাল ১০টার দিকে সে তার মামাতো বোনের সাথে বাড়ীর পাশে বাঙ্গালী নদীতে গোসল করতে যায়। এসময় অসাবধানতাবসত পানিতে ডুবে যায় রাইফা। পরে স্থানীয় অনেক খোঁজাখুজি করে নদী থেকে শিশু রাইফার মৃতদেহ উদ্ধার করে।
পিবিএ/ইমরান হোসেন ইমন/এসডি