শেখ সাইফুল ইসলাম কবির,পিবিএ, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে থানা পুলিশ পুরনো থানা ভবনের সামনে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি সদ্য ভূমিষ্ঠ অজ্ঞাত পরিচয়ের কোন নরজতকের। সামাজিক নিরাপত্তা ও লোাকলজ্জা থেকে বাঁচতে ৩-৪দিন পূর্বে ওই নবজাতককে কেউ হত্যা করে নদীতে ফেলে দিয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম বলেন, অপরিপক্ক এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার লাশের পোষ্টমর্টেম করানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
ওসি আজিজুল ইসলাম আরো বলেন, ধারনা করা হচ্ছে অবৈধ গর্ভপাত ঘটিয়ে বা শিশুটিকে জোরপূর্বক দুনিয়ায় এনে যে কেউ নদীতে ফেলে দিয়েছে।
পিবিএ/জেডআই