নদী ভাঙ্গন দেখলেন সংসদ সদস্য মাশরাফি

narail-masrafi-PBA

পিবিএ,নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীর ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে দেখলেন ক্রিকেট দলের অধিনায়ক , নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

বৃহস্পতিবার(ফেব্রুয়ারি) দুপুরে মাশরাফি বিন মর্তুজা উপজেলার কোটাকোল ইউপির ঘাঘা,যোগিয়া, ধোলাইতলা কোটাকোল এবং জয়পুর ইউপির আস্তাইল, আড়িয়ারা,আমডাঙ্গা এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ভাঙ্গনে ক্ষতি গ্রস্থ পরিবারের খোঁজ-খবর নেন।

এ সময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেন, মধুমতি নদীর ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ তালুকদার, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, সহকারী কমিশনার (ভুমি) এম এম আরাফাত হোসেন প্রমুখ। পরে তিনি মাসিক আইন-শৃঙ্খলা সভায় যোগ দেন। এরপর লোহাগড়া পৌরসভা আয়োজিত এক মত বিনিময় সভায় মিলিত হন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেয়র আশরাফুল আলম,প্যানেল মেয়র বুলবুল ইসলাম বুলু, কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূইয়া প্রমুখ।

 

আরও পড়ুন...