নদী মানেই জলের কোলাহল। নদী মানেই জলের স্রোতে শিশুদের সাঁতার কিংবা ক্ষেতের সেচের জলের সংস্থান। নদী মানেই কলসি কাঁখে গ্রাম্য তরুণীর পানি আনতে যাওয়া আর তাকে দেখে মাঝির কণ্ঠে ভাটিয়ালি গান। কিন্তু নদী দখলের মহৌউৎসবে এই নদীর আজ বড় দুর্দিন। নদী আজ ধুঁকে ধুঁকে মরছে। নদীর বুকে জেগে ওঠা চরে কৃষক হয়তো আনন্দে ফসল ফলাচ্ছে কিন্তু সে হয়তো জানে না এটা একটা নদীর কবর! ছবিটি বুধবার (৬মার্চ) নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কংশ নদী পাড় থেকে তোলা। ছবি: পিবিএ/ সাইফুল আরিফ জুয়েল