নদী সাঁতরে ট্রলারে উঠতে গিয়ে এক জেলে নিখোঁজ

পিবিএ,কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় নদী সাঁতরে ট্রলারে উঠতে গিয়ে শাওন (১৬) এক কিশোর জেলে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাবনাবাদ নদীর আশাখালী মোহনায় এ দূর্ঘটনা ঘটে। নিখোঁজ শাওনের সন্ধানে তাৎক্ষণিক জেলেরা নদীর বিভিন্ন মোহনায় খোঁজ চালালেও প্রবল স্রোতের টানে সে ভেসে যায়।
স্থানীয় জেলেরা জানান, তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন। মায়ের দোয়া ট্রলারটিতে নয় জন জেলে ছিল। সাগরে ইলিশ শিকারের প্রস্তুতি নিয়ে অপেক্ষমান এ ট্রলারটি হাঠাৎ বাতাসের তান্ডবে নোঙ্গর করা থেকে ছুটে যায়। এ সময় শাওন নদী সাঁতরে ট্রলারটির দড়ি ধরে ট্রলারে উঠার সময় অপর একটি মাছ ধরা ট্রলার দড়ির উপর দিয়ে চলে গেলে সে নদীতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শাওন ফরিদপুরের সালথা থানার মীরকান্দি গ্রামের জাফর শেখের ছেলে বলে জানা গেছে।

ধুলাসার ইউনিয়নের ইউপি সদস্য বাহাদুর ভূইয়া জানান, নিখোজ শাওন স্থানীয় জাকির হোসেনের ট্রলারে জেলে হিসেবে কাজ করতো। তবে তার সন্ধানে জেলেরা রাবনাবাদ নদীর বিভিন্ন মোহনায় খোঁজখুজি অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান জানান, নদীতে একজন নিখোঁজ হওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পিবিএ/উত্তম কুমার হাওলাদার/এসডি

আরও পড়ুন...