নববধূকে সামনে রেখে শটগান উঁচিয়ে আকাশে গুলি ছুড়ছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা নাঈম

পিবিএ ডেস্ক : আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

যেখানে দেখা যাচ্ছে, রাতে নববধূকে সামনে রেখে শটগান উঁচিয়ে আকাশে গুলি ছুড়ছেন নাঈম। আর পাশে থাকা তার বউ ভয়ে কানে আঙ্গুল দিয়ে রেখেছেন।

এরপর শটগানটি এক যুবকের হাতে দিয়ে তিনি বউকে নিয়ে সেখান থেকে চলে যান। এসময় তাকে হাসতে দেখা যায়।

আনিসুর রহমান নাঈম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

তবে তার ওই ভিডিওটি কোনদিনের বা কবে তিনি বিয়ে করেছেন তা জানা যায়নি। গত ১৩ নভেম্বর থেকে নাঈমের এই বউ বরণের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

শনিবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সেটা নতুন মাত্রা পেয়েছে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...