নববর্ষের নতুন পোশাক না পেয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

julonto-hang-las-uddhar-PBA

পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাটে কালীগঞ্জে পহেলা বৈশাখের নতুন পোশাক না পেয়ে সৃষ্টি রানী রায়(১৩) নামে এক ৬ষ্ঠ শ্রেণির স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

সোমবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার মদাতী ইউনিয়নের মৌজা শাখাতী গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সৃষ্টি রানী উপজেলার মৌজা শাখাতী গ্রামের শিপন চন্দ্র রায়ের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়তো।

স্থানীয়রা জানান, রোববার সৃষ্টি রানী রায় তার মায়ের কাছে বৈশাখী শাড়ির বায়না ধরে। তার মা পরিমিতা রানী শাড়ি কিনে না দিয়ে বাপের বাড়ি চলে যান। বাবা শিপন চন্দ্র রায় কবুতরের ওষুধ কেনার জন্য চামটারহাটে যান। বাড়ি কেউ না থাকার সুযোগে রাতে সৃষ্টি রানী ঘরের ভেতর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে।

পিবিএ/এসআই/হক

আরও পড়ুন...