পিবিএ ডেস্ক: বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখে বাঙালিদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের (স্টেট ডিপার্টমেন্ট) এক বিবৃতিতে মার্কিন জনগণ ও সরকারের পক্ষ থেকে সারা বিশ্বের বাঙালিদের নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘এই উৎসব বাংলাদেশ, ভারতসহ সারা বিশ্বে পালিত হয়। দিনটি বাংলা ভাষার সমৃদ্ধ ঐতিহ্য ও বাঙালিদের অবদান উদ্যাপন করার দিন। আমরা চাই, সারা বিশ্বের সব বাঙালির নববর্ষ উদ্যাপন আনন্দদায়ক হোক। পয়লা বৈশাখ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের ঐতিহাসিক বন্ধুত্বকে আরও দৃঢ় করবে বলে আশা করে যুক্তরাষ্ট্র ।’
সবশেষে ইংরেজি অক্ষরে লেখা হয়, ‘হ্যাপি পহেলা বৈশাখ!’
ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে বাংলা নববর্ষে বাঙালিদের শুভেচ্ছা জানিয়েছে ওই মার্কিন বিবৃতির কিছু অংশ বাংলায় দেওয়া হয়েছে।
পিবিএ/এএইচ