নবাবগঞ্জের গোর্কি প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পেলেন


নিজস্ব প্রতিবেদক, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিনিয়র ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত ফটো সাংবাদিক সানজিদ মোশারফ গোর্কি ওরফে এস এম গোর্কি। তার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বলমন্তচর।

এসএম গোর্কি বর্তমান প্রজন্মের ফটো সাংবাদিকতার দিকপাল। ইতিহাসের ফ্রেমে ২১ আগষ্ট গ্রেনেড হামলার নৃশংসতা বন্দী হয়েছে যার হাতে। দীর্ঘকাল যাবৎ একজন নিবেদিত প্রাণ ফটোগ্রাফার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা অর্জন করেছেন। আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় গোর্কি তৎকালিন সরকারের জুলুম নির্যাতনের ছবি প্রকাশ করে সরকারের বিরাগভাজনও হয়েছেন। তবু থেমে থাকেনি তার কর্মনিষ্ঠা। সততা এবং কর্তব্যপরায়নতার পুরস্কার দিতে বঙ্গবন্ধু কন্যা কখনোই কার্পন্য করেন না। গোর্কি পেলেন তার কর্মজীবনের শ্রেষ্ঠ সম্মান।

এসএম গোর্কি বর্তমানে দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক হিসেবে কর্মরতা আছেন। এস এম গোর্কিকে সিনিয়র ফটোগ্রাফার হিসেবে নিয়োগ দেয়ায় মাননীয় প্রধামন্ত্রীকে পিবিএ পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিবাদন।

পিবিএ/মোহাম্মদ আলম

আরও পড়ুন...