নবীন শিক্ষার্থীদের বরণ করলো ইসলামী বিশ্ববিদ্যালয়

পিবিএ,ইবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

জুলাই বিপ্লবের স্মৃতি সংবলিত প্লেকার্ড, পোস্টার, আল্পনা ও গ্রাফিতিতে সাজানো হয়েছে এবারের নবীন বরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের ওপর প্রমাণ্যচিত্র প্রদর্শনী, শহীদদের স্মরণে দোয়া ও নীরবতা পালন, ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের পুরষ্কার প্রদান ও অতিথিদের পুরষ্কার প্রদান করা হয়।

নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. শমশের আলী এবং বিশেষ বক্তা হিসেবে ছিলেন বিআইআইটির মহাপরিচালক ড. এম. আব্দুল আজিজ। এছাড়াও অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, তোমাদের পরিবার যে আশা আকাঙ্খা নিয়ে তোমাদের এখানে পাঠিয়েছে সেই স্বপ্ন পূরণে তোমাদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। তোমাদের সবচেয়ে পবিত্র স্থান হলো শ্রেণীকক্ষ। এবং সবচেয়ে ভালো বন্ধু হলো শিক্ষক। তোমাদের সম্পর্ক থাকবে লাইব্রেরি, শ্রেণীকক্ষ এবং বইয়ের সাথে। সবসময় ভালো কাজে এগিয়ে যাবে। কোনো ধরনের অন্যায় ও খারাপ কাজের সাথে মিলিত হবে না। তোমরাই হবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারী।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা করেন।

আরও পড়ুন...