পিবিএ,নরসিংদী: নরসিংদীতে ষাটোর্ধ আইনজীবী শাহজাহান এতমামদার নিখোঁজের ঘটনায় মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি ও তার স্বজনরা। বুধবার সকাল সাড়ে নয়টা থেকে দশটা পর্যন্ত নরসিংদী উপজেলা মোড়ে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ আইনজীবী ও স্বজনদের পাশাপাশি স্থানীয় টাওয়াদী মহল্লার বাসিন্দারা অংশ নেয়।
এসময় তাঁরা সহকর্মী আইনজীবী শাহজাহান এতমামদারকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়ার দাবি জানান। তা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন। সারাদেশে সড়ক মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবে তারা।
বক্তারা আরো বলেন,গত শনিবার শাহজাহান এতমামদার তার চেম্বার থেকে বাসায় ফেরার পথে অপহরণকারীরা টেনে হিঁচড়ে একটি সাদা রংঙ্গের হাইসে করে তুলে নেন। আজ পাঁচ দিন হয়ে গেলেও তার কোন সন্ধান দিতে পারছে আইনশৃঙ্খলা বাহিনী।
মানববন্ধন শেষে নরসিংদী জেলা আইনজীবী সমিতির হলরুমে একটি সংবাদ সম্মেলন করেন নিখোঁজের স্বজন ও আইনজীবীরা। এতে সমিতির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক তারেক মোহাম্মদ লুৎফর রহমান, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মো. বদরুদ্দোজা জিলু, সাবেক সভাপতি আমজাদ হোসেন, আবদুল মান্নান ভূইয়া, বশিরুল কাদের, শওকত আলী পাঠান, পাবলিক প্রসিকিউটর (পিপি) মু. ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আইনজীবী মো. শাহজাহান এতমামদার গত শনিবার রাত সাড়ে ৯ টার দিকে পশ্চিম ব্রাহ্মন্দী এলাকায় উপজেলা মোড়ে নিজ চেম্বার থেকে নিজ বাড়ি টাওয়াদি মহল্লায় ফেরার পথে অপহৃত হন। পরদিন রবিবার নিখোঁজের ছেলে মো. রূপম বাদি হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। কিন্তু নিখোঁজের ৫ দিন হয়ে গেলেও পুলিশ তাঁর কোন খোঁজ দিতে পারেনি
পিবিএ/কেএস/হক