নরসিংদীতে কোভিড -১৯ এর নমুনা সংগ্রহের গাড়ির উদ্বোধন

সাইফুল ইসলাম রদ্র, নরসিংদী: নরসিংদী সদর উপজেলা পরিষদের অর্থায়নে করোনা ভাইরাস (কোভিড -১৯) এর নমুনা সংগ্রহের জন্য বিশেষায়িত গাড়ির শুভ উদ্বোধন করেন নরসিংদী সদর সাংসদ মোহাম্মদ নজরল ইসলাম বীরপ্রতিক।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। এসময উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু কাউসার সুমন, নরসিংদী মডেল থানা অফিসার ইন চার্জ মোঃ সাইদুজ্জামান, কৃষি অফিসার আবদুল হাই, নরসিংদী পৌরসভার প্যানেল চেয়ারম্যান রিপন সরকার, কাউন্সিলর এ কে এম ফজলুল হক লিটন, শীলমান্দী ইউপি চেয়ারম্যান আবদুল বাকির, হাজিপুর ইউপি চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু, মহিষাসুরা ইউপি চেয়ারম্যান ডাঃ এনামুল হক শাহীন, পাইকারচর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, আলোকবালী ইউপি চেয়ারম্যান দেলোযার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা এস এম কাইয়ুম।

উদ্বোধনী অনুষ্ঠানে করোনা টেস্ট করেন ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহিদা আক্তার। করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহের জন্য গাড়িটি করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করবে। এর জন্য ৫০০/ টাকা ফি দিতে হবে।
পিবিএ/এসডি

আরও পড়ুন...