নরসিংদীতে নদীতে ভেসে উঠল মেধাবী ছাএের লাশ

সাইফুল ইসলাম রদ্র, নরসিংদী: নরসিংদী জেলার মনোহরদী থানার চরমান্দালিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের আড়িয়ালখাঁ নদীতে গোসল করতে নেমে ডুবে যায় মেধাবী ছাএ সোহেল। গতকাল রবিবার দুপুর ১ টায় ব্রাক্ষপুএ নদে এইর্মান্তিক ঘটনা ঘটে বলে জানাযায়। স্রোতের টানে সে ডুবে যায়। চরমান্দালিয়া ইউনিয়নের বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী আব্দুল কাদিরের বড় ছেলে সোহেল সে ঢাকা কলেজের অনার্স শেষ বর্ষের ছাএ ছিল । ঘটনার প্রায় চার ঘন্টা পর ডুবরি দল এসে অনেক খোজা খুজির পরও তার সন্ধান দিতে পারে নি। টানা আঠার ঘন্টা পর আড়িয়ালখাঁ নদের মৃধা বাড়ির সামনে তার মরহেহ ভেসে উঠতে দেখা যায়

ঘটনাস্থলে ডুবিরীরা ৪ঘন্টা খোজা খুঁজির পরও কোনো হদিস পায়নি । টানা ১৮ ঘন্টা পর আড়িয়ালখাঁ নদীর মৃধা বাড়ি ঘাটে পাওয়া যায় তার লাশ। এদিকে মেধাবী ছাএ সোহেলের লাশ দেখে এলাকার প্রতিটি মানুষ কান্নায় ভেঙে পরেন।

পিবিএ/এসডি

আরও পড়ুন...