নরসিংদীতে পহেলা বৈশাখ উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

narasindhi-PBA

পিবিএ,নরসিংদী: পহেলা বৈশাখ-১৪২৬ উদযাপনের লক্ষ্যে রবিবার(৭এপ্রিল) সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পহেলা বৈশাখ-১৪২৬ উদযাপনে জন্য শহরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, নববর্ষ উৎসব উদ্বোধন, আবাহন সঙ্গীত পরিবেশনা, মনোহরদী উপজেলা শিল্পীগোষ্ঠির পরিবেশনা, আলোচনা সভা, জেলা শিল্পকলা একাডেমীর সামনে ৩দিন ব্যাপি গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা, বাউল গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়। ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে যাত্রাপালাসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

সভায় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন সভাপতির বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়। এটি বাঙালির একটি সর্বজনীন উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ।

তিনি আরো বলেন, বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত আকবরের সময় থেকেই। সে সময় বাংলার কৃষকরা চৈত্রমাসের শেষদিন পর্যন্ত জমিদার, তালুকদার এবং অন্যান্য ভূ-স্বামীর খাজনা পরিশোধ করত। পরদিন নববর্ষে ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতেন। এ উপলক্ষে তখন মেলা এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো। ক্রমান্বয়ে পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পহেলা বৈশাখ আনন্দময় ও উৎসবমুখী হয়ে ওঠে এবং বাংলা নববর্ষ শুভদিন হিসেবে পালিত হতে থাকে। এরই ধারাবাহিকতায় এবারও নরসিংদী জেলা প্রশাসন সর্বস্তরের মানুষকে নিয়ে পহেলা বৈশাখ উদযাপন করবে। এ সময় জেলা প্রশাসক উৎসবকে সাফল্যমন্ডিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. এটিএম মাহবুবুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা, জেলা পুলিশের কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী।

পিবিএ/এফএস

আরও পড়ুন...