নরসিংদীতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ


পিবিএ, নরসিংদী : মুজুরী কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ ৯ দফা দাবী আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নরসিংদীর পাটকল শ্রমিকরা।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক লীগ, ইউ.ইম.সি পাটকল নরসিংদী শাখার কয়েক হাজার শ্রমিক এ বিক্ষোভ করেন। এসময় শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। তারা বিভিন্ন স্লো গানে, স্লো গানে ভেলানগর (বাসাইল) ব্রীজ হতে বিক্ষোভ মিছিল করে সাহেবপ্রতাব মোড় এসে অবস্থান নেন। ঢাকা-সিলেট মহা সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পরে দূরপাল্লার যাত্রীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। দুপুর দুইটার পর যানচলাচল স্বাবাভিক হয় বলেন পুলিশ।

এ বিক্ষোভ মিছিলে নরসিংদী জুটমিল (পাটকল) শ্রমিক-কর্মচারী সিবিএ,নন-সিবিএ সমন্বয় পরিষদের উদ্যোগে ও সিবিএর কার্যকরী সভাপতি কাশেম আলীর নেতৃত্বে ওই কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে মজুরি কমিশন দ্রুত বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকরা।

শ্রমিকরা আরো জানান, দীর্ঘদিন ধরে শ্রমিকদের বকেয়া মুজুরী দিচ্ছে না পাটকল কর্তৃপক্ষ। তাই কোন উপায়া না পেয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। যদি আগামী এক সাপ্তাহের ভিতর তাদের বেতন ভাতা পরিশোধ করা না হয়, তাহলে শ্রমিকরা কঠোর কর্মসূচি ঘোষনা দিবে বলে জানান।

পিবিএ/কেএস/এমএসএম

আরও পড়ুন...