নরসিংদীতে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার

পিবিএ,নরসিংদী: নরসিংদীতে জলাশয় থেকে অজ্ঞাতনামা এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে শহরের একটি অভিজাত শপিংমলের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে অজ্ঞাতনামা একটি যুবক শপিংমলের ছাদে পায়চারী করছিল। এক পর্যায়ে সে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু ঘটে। ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করলেও তাৎক্ষনিকভাবে পুলিশ সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, শহরের বিলাসদী এলাকার রেলওয়ের একটি জলাশয়ে অর্ধগলিত মরদেহ (৩৫) ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করলেও পরিচয় পাওয়া যায়নি। দুই তিন আগে হত্যা শেষে মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
অপরদিকে আজ দুপুরে শহরের ইনডেক্স প্লাজার ৬তলার ছাদ থেকে পড়ে মারা গেছে অজ্ঞাতনামা এক যুবক (১৯)। মরদেহ দুটি নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় সনাক্ত করার চেষ্ঠা চলছে।

পিবিএ/কেএস/ইএইচকে

আরও পড়ুন...