পিবিএ,নরসিংদী: নরসিংদীর মাধবদীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (০৪ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কে মাধবদী শহরের টাটাপাড়া নামকস্থানে এদুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটানায় নিহতের স্বজনদের খোঁজ এখনো পাওয়া যায়নি। লাশটি নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠান পুলিশ। নিহত শরীরের পোশাক অনুযায়ি চাকুরীজীবি মনে হচ্ছে। মটর সাইকেলের নাম্বার দিনাজপুর ল-১২-০২৩৮।
মাধবদী থানার উপ-পরিদর্শক উত্তম কুমার জানান,বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নাম আবুল হোসেন(৫২)। তার বাড়ি দিনাজপুরে। নিহতের স্বজনেরা ঢাকার মতিঝিলে বসবাস করে। দুর্ঘটনাটি সকাল সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে হয়েছে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরই বাসটি দ্রুতগতিতে স্থান ত্যাগ করে, ফলে আটক করা সম্ভব হয় নাই। নিহতর লাশ নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হেয়েেছ।