পিবিএ,নরসিংদী: নরসিংদীর শিবপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে শাহজাহান মিয়া (৭০) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শিবপুর উপজেলার ভুরবুড়িয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত শাহজাহান নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকার বাসিন্দা।জমি সংক্রান্ত পূর্ব বিরোধ নিয়ে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ হত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে দুইজন লোক এসে শাহজাহান মিয়াকে নরসিংদী সদরের গাবতলীর বাসা ডেকে নিয়ে মোটরসাইকেলযোগে শিবপুরের ভুরবুড়িয়ার দিকে নিয়ে যায়। পরে ভুরবুড়িয়া এলাকার আব্দুল মান্নান ভূঁইয়া কলেজ সংলগ্ন এলাকার সড়কে শাহজাহানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শাহজাহানের লাশ শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পিবিএ/এসইআর/এমএসএম