পিবিএ নরসিংদী: নরসিংদীতে মেরিস্টোপস ক্লিনিক থেকে তিনদিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ নভেম্বর) বিকালে শহরের বাসাইলস্থ ক্লিনিকে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া নবজাতক নরসিংদীর শিবপুর উপজেলার ইটনা গ্রামের শাহআলম ও সখিনা বেগম দম্পত্তির সন্তান।
এ ঘটনায় নবজাতকের পরিবার ও ক্লিনিক কর্তৃপক্ষ পরষ্পরকে দোষারোপ করছে। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ, নবজাতকের পরিবার ও ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, শনিবার দিবাগত রাতে শাহআলমের স্ত্রী সখিনা বেগমকে নরসিংদী শহরের বাসাইলস্থ মেরিস্টোপস ক্লিনিকে ভর্তি করা হয়। পরদিন রোববার সকালে সিজারিয়ান অস্ত্রোপাচারের মাধ্যমে এক কন্যা নবজাতকের জন্ম হয়।
বুধবার বিকাল ৪টার দিকে খেতে বসেন নবজাতকের মা সখিনা বেগম। এসময় ক্লিনিকের গাইনী ওয়ার্ডের ভেতরে আগে থেকেই আত্মীয় বেশে ঘুরাফেরা করা অজ্ঞাত এক নারী নবজাতককে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর বিল পরিশোধ করতে না পারায় হাসপাতাল কর্তৃপক্ষ কৌশলে নবজাতককে সরিয়ে দিয়েছে বলে অভিযোগ করছেন নবজাতকের পরিবার।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ওই নবজাতকের মায়ের এক নারী আত্মীয় এসে নবজাতককে সরিয়ে নিয়ে মিথ্যা অভিযোগ করছেন। হাসপাতালে ভর্তি অন্যান্য রোগী ও তাদের স্বজনরা ওই নারী আত্মীয়কে দেখেছেন নবজাতককে নিয়ে যেতে। ক্লিনিক কর্তৃপক্ষ থেকে খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পিবিএ/শাহিন/জেডআই