নরসিংদীতে সরকারী জমি বেদখলমুক্ত করতে তৎপর ভূমি কর্মকর্তারা

পিবিএ,নরসিংদী: নরসিংদীতে জেলা প্রশাসনের নির্দেশে ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় ভূমি সৃষ্ট বিরোধ নিষ্পত্তি ও সরকারী জমি বেদখলমুক্ত করতে তৎপর ভূমি কর্মকর্তারা।
নরসিংদী সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়া জানান,সর্বশেষ সদর উপজেলা শীলমান্দী ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন সাহেপ্রতাপে দীর্ঘদিনের ভূমি জটিলতা ও সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন স্যারের সদয় নির্দেশে শনিবার (০৫ সেপ্টেম্বর)এ সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করা হয়।

৫৩ নং সাহেপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি,সরকারি হালট এবং সংলগ্ন ব্যাক্তি জোতের মালিকগণের মধ্যে সীমানা নিয়ে ত্রিমুখী বিরোধ ছিল। যার ফলে উক্ত বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ব্যাহত হচ্ছিল। অন্যদিকে এলাকার মানুষের চলাচলে ও পয়ঃনিষ্কাশনের জন্য ড্রেন তৈরিতেও জটিলতা তৈরি হয়। ফলে তিন পক্ষের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নকশা, দাগ, জমির পরিমাণ অনুযায়ী মাপজোকের মাধ্যমে উক্ত জটিলতা ও বিরোধ নিষ্পত্তির ফলে সবার মুখে হাসি ফুটে আসে। এ কার্যক্রমে জেলা পুলিশ,আনসার-ভিডিপি,বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সভাপতি ও গণ্যমান্যব্যক্তিবর্গ সহযোগিতা করেন।

মোঃ শাহ আলম মিয়া আরও জানান, নরসিংদীতে যে সব সরকারী জমি র্দীঘ দিন যাবৎ স্থানীয় প্রভাবশালী মহল ভোগ ও দখল করে আসছে। তা বিভিন্ন অভিযানে মাধ্যমে বেদলমুক্ত করা হচ্ছে। এর মাঝে নরসিংদী সদর উপজেলা কাঠালিয়া ইউনিয়ন ও মাধবদীতে ১শত ৯৩ শতাংশ সরকারি খাস জমি দখলমুক্ত করা হয়। জমি গুলোর বাজার মূল্য ৭ কোটি ৭২লক্ষ টাকা। এসব উদ্ধারকৃত জায়গায় লাল নিশানা টানিয়ে দেয়া হয়েছে। সরকারি স্বার্থ, সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণের লক্ষ্যে এসব খাস জমি দখলমুক্ত করতে তৎপর রয়েছে জেলা প্রশাসন।

পিবিএ/খন্দকার শাহিন/এসডি

আরও পড়ুন...