নরসিংদীতে ৪,২৫০পিস ইয়াবা মাদক ব্যবসাযী গ্রেপ্তার ৬

সাইফুল ইসলাম রদ্র, নরসিংদী: নরসিংদী কর্তৃক ৪,২৫০ পিস ইয়াবা ও ১০০ বোতল ফেনসিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৬।

শুক্রবার এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী জেলার দুটি থানা এলাকায় পৃথক অভিযানে ০৬ (জন) শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন এবং ৪,২৫০ পিস ইয়াবা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

এসআই মোস্তাক আহম্মেদ ১২:০৫ ঘটিকায় পলাশ থানাধীন পলাশ বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা ভবনের অপর পার্শ্বে জনৈক শাহিন স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী (১) মোঃ সুজন মিয়া(২৪),পিতা-আঃবাতেন মিয়া,সাং-
পীতামবরদী,(২)মোঃ শাকিল মিয়া(২২),পিতা-মোঃ ফারক, সাং-

বালুচরপাড়া,উভয়থানা-পলাশ,জেলা-নরসিংদী,(৩)শফিকুল ইসলাম শফিক(৩৫),পিতা-আঃ রউফ মিয়া,সাং-পারলিয়া,

থানা-শিবপুর,জেলা-নরসিংদীদের দখল হতে ৪,২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করেন এবং একই তারিখ
২০:৪৫ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন ভেলানগর সাকিনস্থ ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন নুরল হক স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী (৪) সুজন দাস(২৪),পিতামৃত-সন্তোষ দাস,সাং-হরিশামা,(৫)শাকিল মিয়া (২০),পিতা-ধনু মিয়া,সাং-
২০নং সুরমা চা বাগান, উভয়থানা-মাধবপুর,জেলা-হবিগঞ্জ,(৬) মোঃসুজন মিয়া (২৪),পিতা-লাউজ মিয়া,সাং-শ্রীমঙ্গল,থানা-
শ্রীমঙ্গল,জেলা-মৌলভীবাজারদের দখল হতে ১০০ (একশত) ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১৩,৫৫,০০০/=(তের লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা।

এ সংক্রান্তে নরসিংদী মডেল থানা ও পলাশ থানায় পৃথক পৃথক মামলা রজু হয়েছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...