নরসিংদীতে ৫ দিনব্যাপি বই মেলার উদ্বোধন


শান্ত বণিক,পিবিএ,নরসিংদী: নরসিংদীতে ৫ দিনব্যাপি বই মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নরসিংদী শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে বই মেলার উদ্বোধন করেন।

মেলার উদ্বোধন শেষে মোতাহার হোসেনের সম্পাদনায় একটি বইয়ের মোড়ক উন্মোচন করে উদ্বোধনী আলোচনায় অংশগ্রহণ করেন। অন্যান্যদের মাঝে আলোচনা করেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, সিভিল সার্জন ডা: হেলাল উদ্দিন, প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান।

এ সময় অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানভীর মোহাম্মদ আজি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা, স্থানীয় সরকারের উপ পরিচালক ড. মাহবুব-উল-করীম সহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

উদ্বোধনী বক্তৃতায় মেলার প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, একটা সময় বই পড়াটা ছিল নেশা। আজ বইয়ের স্থান দখল করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রযুক্তির সুযোগ-সুবিধাকে অস্বীকার করা যাবে না। কিন্তু এর নেতিবাচক দিক সম্পর্কেও আমাদের সতর্ক থাকতে হবে। বাঙালিরা মেধাবী। ইউরোপের বাইরে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গাছের প্রাণ আছে, এটি প্রথম প্রমাণ করেছেন বাংলার সন্তান আচার্য জগদীশ চন্দ্র বসু। অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন আরেক বাঙালি অমর্ত্য সেন। বাংলা সাহিত্য পৃথিবীর অন্যতম সমৃদ্ধ সাহিত্য। তাই বই নিজেকে বাঁচিয়ে রাখে যুগ যুগ ধরে।

এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বইমুখী করতে সহায়ক ভূমিকা পালন করবে। সহিত্যপ্রেমী মানুষের মিলনমেলা ঘটে বইমেলায়। যার কারণে বইমেলা মানুষের মনে বাড়তি আবেদন সৃষ্টি করে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...